বিজয়নগর উপজেলার ইসলামপুরে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চার ছাত্রকে মঙ্গলবার লোকাল বাস শ্রমিকরা মারধর করে বাসে তুলে নিয়ে সরাইল উপজেলা এলাকায় ফেলে দেয়। এই ঘটনার প্রতিবাদে পলিটেকনিকের কয়েক শ ছাত্র ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্দ ছাত্ররা প্রায় দশটি গাড়ি ভাংচুর করে।

পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্দ ছাত্রদের সরিয়ে দিতে লাঠি চার্জ করলে সাংবাদিকসহ প্রায় ১৫ছাত্র আহন হন। এই সময় মহাসড়কে শত শত যান আটকে দূর্ভোগে পড়েন যাত্রীরা। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এদের মধ্যে সঞ্জিব সাহা নামের এক ছাত্রকে মাধবপুর ¯^v¯’¨ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিজয়নগর ডেসটিনি প্রতিনিধি জিয়াদুল রয়েছেন।

অন্যদিকে বাস শ্রমিকদের মারধরে আহত শিক্ষার্থী সুমন মিয়া, মো. মামুন, মো. হাবিব ও মো. মামুন শেখকে মাধবপুর ¯^v¯’¨ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানাগেছে, মাধবপুর-ব্রাহ্মণবাড়িয়া পথে চলাচলকারী লোকাল বাসে উঠা নিয়ে সোমবার দুই ছাত্রকে বাস শ্রমিকরা মারধর করে। এই ঘটনার প্রতিবাদে সেদিন প্রথমে ছাত্ররা ও পরে বাস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে সড়কটি প্রায় তিনঘন্টা অবরোদ্ধ থাকে।

গতকাল ইনস্টিটিউটের চার ছাত্র মাধবপুর থেকে বাসে উঠে। তাদের ইনস্টিটিউটের পাশে ইসলামপুর আগের দিনের ঘটনা নিয়ে তাদের সাথে বাস শ্রমিকদের কথাকাটাকাটি হয়।

এই ঘটনায় বাস শ্রমিকরা ইনস্টিটিউটের ওই চার ছাত্রকে বাসের ভিতরে মারধর করে। তাদের ইনস্টিটিউটের সামনে ইসলামপুরে না নামিয়ে আহত অবস্থায় সরাইল উপজেরা শাহবাজপুর এলাকায় নিয়ে বাস থেকে টেনে হিচরে নিচে নামিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রদের উদ্ধার করে। এই খবর পলিটেকনিক্যাল ক্যাম্পাসে ছড়িয়ে গেলে প্রায় শতাধিক ছাত্র পাশের মহাসড়কে উঠে এসে সড়ক অবরোধ করে। বেলা সাড়ে পাঁচটার দিকে বিজয়নগর থানার পুলিশ পলিটেকনিক্যালের গেটে দাঁড়িয়ে এক সাথে পাঁচজন করে শিক্ষার্থীকে বের হতে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মহশীন রহমান বলেন, বাস শ্রমিকরা ছাত্রদের বেধরক মারধর করেছে। তাঁরপর আমরা আলোচনায় রাজি আছি। বাস মালিক সমিতির নেতাদের সাথে আগামীকাল কথা হবে। সু্‌ষ্ঠু বিচারের কথা বলে ছাত্রদের আশ্বস্থ করা হয়েছে। তাঁরা শান্ত আছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, বাস শ্রমিকরা ছাত্রদের মারধর ও বাসে করে নিয়ে যাওয়ায় অন্য ছাত্ররা ক্ষুব্দ হয়েছে। বেলা চারটার পর বিজয়নগর এলাকার মহাসড়ক মুক্ত করা হলেও সরাইল উপজেলা বাড়িউরা এলাকায় বাস শ্রমিকরা এলোপাতাড়ি বাস রেখে অবরোধ করে। এতে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়ক অবরোদ্ধ থাকে। তিনি বলেন ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

ইউনাইটেড নিউজ ২৪ডট কম/লিটন চৌধুরী/ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here