ইউনাইটেড নিউজ ডেস্ক
রাজধানীর বিজিবি সদর দপ্তরে পিলখানায় আজ মঙ্গলবার দুপুরে সুইমিংপুলের কাজ করার সময় বিজিবি সদস্য সেলিম মোল্লা (২৩) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেলিম মোল্লার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাটের উদয়পুর গ্রামে। তাঁর বাবার নাম কাউসার মোল্লা। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান।
নিউমার্কেট থানার পুলিশ জানায়, আজ দুপুরে পিলখানার ভেতরে সুইমিংপুলের কাজ করার সময় সেলিম মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিম মোল্লার সহকর্মী সুফিয়ান গণমাধ্যমকে বলেন, বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আমি শুধু মৃতদেহটির সঙ্গে গাড়িতে করে মর্গে এসেছি।’