ডেস্ক রিপোর্ট:: দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় সুজন চৌধুরী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী দুল্লী রানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কুলানন্দপুর গ্রামের নিজ ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। অভিযুক্ত দুল্লী রানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিদ্ধুর মেয়ের।
নিহতের পরিবার জানায়, রাত ৪টার দিকে সুজনের বাবা বাথরুমে যাবে বলে ঘরের বাহিরে বের হন। এ সময় তিনি দেখতে পান বাড়ির পাশের বাঁশঝাড়ে অন্ধকারে তার পুত্রবধূ দুল্লী রানী দাঁড়িয়ে আছে। শ্বশুরকে দেখে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেন। পরে শ্বশুরের সন্দেহ হলে তিনি ঘরে গিয়ে দেখতে পান তার ছেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে আছে। ছেলের নাম ধরে ডাকলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসে এবং দুল্লা রানীকে আটক করে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ আমরা উদ্ধার করেছি। পরিবারের অভিযোগ থাকায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।