তিতুমীর কলেজ প্রতিনিধি:: দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের দায়িত্ব নিয়েছে। তবুও দেশের বিভিন্ন স্থানে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যা করা হয়।

এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টায় তিতুমীর কলেজে শহীদ মামুন চত্ত্বরে বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ২৪-এর আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে বিচার ও আইন রয়েছে, এবং আমরা সেই আইনের ওপর বিশ্বাস করি। কিন্তু গতকালের ঘটনায় কিছু ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়েছে। আমরা তাদের সঠিক ও সুষ্ঠু বিচার চাই।

শিক্ষার্থীরা আরো বলেন বলেন, আমরা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার জন্য ২৪-এর আন্দোলন করিনি। আমরা চাই, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here