মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার মালদ্বীপের রাষ্ট্রায়ত্ব সম্প্রচারকেন্দ্র পুলিশ বাহিনী দখল করে নাশিদের বিরুদ্ধে জনতাকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়।
আল জাজিরা জানায়, নাশিদ মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে নিরাপদে আছেন। আর সেনাবাহিনীও তার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়।
সরকারের নির্দেশে গত মাসে এক জ্যেষ্ঠ বিচারক গ্রেপ্তার হওয়ার পর থেকেই দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের সমর্থকরা রাজপথে বিক্ষোভ করে।
প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে (এমএনডিএফ) কিছু সংখ্যক সেনা এ বিক্ষোভে অংশগ্রহণ করছে। এছাড়া এমএনডিএফ সদরদপ্তরের বাইরেও কয়েকশ জনতা বিক্ষোভ করছে।
উল্লেখ্য, ২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে মামুন আব্দুল গাইয়ুমকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন নাশিদ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক