ঢাকা:পাঁচদিন মূলতবির পর নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন সোমবার বিকেলে আবার বসছে।

গত ২৮ অক্টোবর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক ৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়।

এ অধিবেশন উপলে কার্য-উপদেষ্টা কমিটির প্রথম সভায় চলতি অধিবেশন গত ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর কথা ছিল।

কিন্তু গত ২৩ অক্টোবর সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ বৃদ্ধি করে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ১৯তম অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here