ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল ডাকার পরদিন দেশের সার্বিক পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতে বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশে যে বিরূপ প্রভাব পড়বে তাও খালেদা জিয়া দেশবাসীর সমানে তুলে ধরবেন বলে উল্লেখ করেন মারুফ কামাল খান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা