ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনির হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ক্যাম্পের আওতাধীন যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে এ ঘটনা ঘটে। মনির একই উপজেলার গোগা গাজীপাড়া গ্রামরে সাহেব আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার সাহাবুদ্দীন জানান, সন্ধ্যার দিকে ভারতের ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের পিপলী ক্যাম্পের জওয়ানরা বাংলাদেশিদের লক্ষ করে শব্দহীন গান ব্যবহার করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বাংলাদেশি যুবক মনিরের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে কোথায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তা জানা যায়নি। বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় এখনও কোনো প্রতিবাদলিপি পাঠানো হয়নি বলে জানান সাহাবুদ্দীন।

ইউনাউটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here