ডেস্ক রিপোর্ট::  রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত এক রাতে ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলটির ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এরপর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে পুলিশ গণগ্রেপ্তার শুরু করেছে।

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘গণগ্রেপ্তার বলে কিছু হচ্ছে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে, শুধু তাদেরকেই আটক করা হচ্ছে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তার করা হচ্ছে ঠিকই—তবে গণগ্রেপ্তার না। পুলিশ গণগ্রেপ্তার করছেও না। আইনের বাইরে গিয়ে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, এর কোনো সুযোগ নেই।’

বুধবার রাতে বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে ডিবি পুলিশ আটক করার বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তার বিরুদ্ধে নরসিংদীতে মামলার ওয়ারেন্ট আছে। এছাড়া ঢাকায় মামলা রয়েছে। সেজন্য ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু বলেন, ‘গত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি থেকে ২০-২৫ জন বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মহাসমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই পুলিশ গণগ্রেপ্তার শুরু করেছে।’

এর আগে বিএনপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে দাবি করা হয়, গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

দলটির দাবি অনুযায়ী গ্রেপ্তাররা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, কামরাঙ্গীরচর থানাধীন ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল, শাহবাগ থানাধীন ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাদাত হোসেন, আফসু মিয়া, ওয়ারী থানাধীন ৩৯ নং ওয়ার্ড বিএনপি সদস্য তানভীর আহম্মেদ ওয়াসিম, শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম ঢালী, কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজ, লিটন, মাঈনুদ্দিন লালু, রহমত উল্লাহ, লাভলু, সাইদুল, বিপুল, মুগদা থানাধীন ৭ নং ওয়ার্ডের বালুর মাঠ ইউনিট বিএনপির সভাপতি মো. সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক, নিউমার্কেট ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসাদ মাহমুদ পলাশ, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম কাশু, সদস্য মো. কালাম ও মো. গোলাপ, যাত্রাবাড়ী থানাধীন ৬৪ নং ওয়ার্ড (পূর্ব) এর সহ-সাধারণ সম্পাদক মো. ববি, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মো. হারুন, নজরুল ইসলাম ঢালী এবং ধানমন্ডি থানা বিএনপি নেতা সুমন, বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মো. মনিউর রহমান মনির, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here