
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবাগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম ঝাপড়া হত্যা মামলার ১২নং আসামী দুরুল হোদা (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুরুল হোদা নয়ালাভাঙা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে।
রোববার (২৫ জুন) রাত সাড়ে সাতটার দিকে তার শশুরবাড়ী একই উপজেলার টুনটুনি পাড়াতে বাড়ী ঘিরে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে মৃত ভেবে ফেলে চলে গেলে মুমুর্ষ অবস্থায় তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হয়।
নিহত দুরুল হোদার শ্যালিকা মরিয়ম খাতুন বলেন, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুুরুল হোদা। এরপর নিজ বাড়ীতে না উঠে নিরাপত্তার অভাবে শশুর আনারুল ইসলামের বাড়ীতে আশ্রয় নেন। সেখানে গিয়ে সন্ত্রাসীরা বাড়ী ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
নিহত দুরুলের বোন আয়েশা খাতুন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ীর গোপালপুরে মৃত্যুবরণ করে।
২৫০ বিশিষ্ট চাঁপাইনবাবাগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো.আব্দুস সামাদ জানান, আহত ব্যক্তির দুই পায়ে ও দুই হাতে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রচন্ড রক্তক্ষরন হয়েছে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হোদা একটি হত্যা মামলায় জামিনে ছিলেন। সন্ত্রাসীরা কুপিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ভিজিএফের চাল বিতরণ শেষে মোটরসাইকেলে বাড়ী ফিরছিলেন নয়ালাভাঙা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি আলম হোসেন। এসময় সন্ত্রাসীরা তাকে ককটেল ফাটিয়ে গতিরোধ করে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এজাহার নামীয় ১২নং আসামী ছিলেন দুরুল হোদা।