ঢাকা: গ্রেফতার এড়াতে বিএনপির শীর্ষ থেকে তৃণমূলের নেতারা এখন আত্মগোপনে।

২৬ নভেম্বর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বাসায় থাকছেন না। তারা কোথায় অবস্থান করে সে বিষয়ে ঘনিষ্ঠজন ছাড়া কেউ জানে না।

দলের কেন্দ্র্রীয় নেতাদের মতো অবস্থা তৃণমূলেও। জেলা-উপজেলার পরিচিত নেতারা নিজেদের বাসায় থাকেন না। দিনেও সাবধানে চলাফেরা করেন।

বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, এক-এগারোর পালা বদলের কঠিন সময়েও বিএনপির এই পরিস্থিতি ছিল না।

তিনি দাবি করেন, সরকারের এই কঠোর দমন-পীড়ন তাদের অবরোধ কর্মসূচিকে আরো যৌক্তিক করে তুলেছে।

তিনি বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও র্যা ব যেভাবে ভাঙচুর চালিয়েছে এবং যে কমান্ডো স্টাইলে রিজভীকে গ্রেফতার করেছে তাতে আমাদের আন্দোলনের যৌক্তিকতা আরো জোর পেয়েছে।

দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান জানান, তাদের পক্ষে টানা অবরোধে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন আওয়ামী লীগও বুঝতে পারছে, বিএনপির মতো বড় দলকে অগ্রাহ্য করে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here