আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে আ.লীগের তিন এমপির উপস্থিতিতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে মুজিব চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। সেখানে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, আ.লীগের নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, বিএনপির পদযাত্রায় অংশ নেয়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নামের তালিকা প্রস্তুত করবেন। কারন তারাই আগামী দিনে গাড়িতে অগ্নিসংযোগসহ নানরকম নাশকতায় লিপ্ত হবে। তারা এটা করলেও যাতে আমরা তাদেরকে ধরতে পারি। আ.লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে ভোটে অংশগ্রহণ করুন।

বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত হুমকি দিয়ে হুংকার দিয়ে আ.লীগ ও এর সহযোগী সংগঠনকে দমন করা যাবে না। দমন করতে হলে ভোটের মাধ্যমে আ.লীগকে দমন করতে হবে। প্রমাণ করতে হবে জনগণ আপনাদের সাথে রয়েছে। নাশকতার পরিকল্পনা না করে জনগণের ভোটের প্রতি আস্থা রাখুন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here