বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকারের কারনে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। আওয়ামীলীগ সরকার বিচার বর্হিভূত ও গুপ্ত হত্যায় ব্যস্ত রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এ সকল বিচার বর্হিভূত হত্যাসহ সকল গুপ্ত হত্যার বিচার করা হবে। আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এয়ারপোর্ট বাজারে জনসভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুল রহমান ভূইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খান, এডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এমপি, জেলা বিএনপির সাধারন সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা, বাসাইল উপজেলা বিএনপির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সখিপুর বিএনপির সাধারন সম্পাদক লিলি আক্তার প্রমুখ।

এসময় হান্নান শাহ আরো বলেন, সরকার নির্বাচনে কারচুপি করে আবারো ক্ষমতায় যেতে চায়। তাই তারা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে জনগন সে নির্বাচন মেনে নিবে না। সরকার পুলিশ দিয়ে বিনা কারনে বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার করছে বলেও তিনি বলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here