বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপি আর আওয়ামী লীগের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাজশাহীতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন৷ তিনি জামায়াতের কর্মী বলে দাবি করা হয়েছে৷

 নয়া পল্টন থেকে গণমিছিল শুরুর আগে দেয়া ভাষণে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটনো হবে৷ আর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি’র আন্দোলন সংগ্রামের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷

ঢাকায় মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কারণে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনিপ’র বহুল আলোচিত গণ মিছিল একদিন পিছিয়ে আজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ দুপুর ২টায় বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরুর কথা থাকলেও তা শুরু হয় বিকেল সাড়ে ৪টায়৷ নয়াল্টন থেকে কাকরাইল হয়ে মগবাজার মোড়ে গিয়ে মিছিল শেষ হয়৷ গণমিছিলে নেতৃত্ব দেন খালেদা জিয়া৷ গণমিছিল বাংলা মোটর পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পুলিশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রুট পরিবর্তন করে বিএনপি৷

মিছিলপূর্ব সমাবেশে খালেদা জিয়া বলেন, তার দল সামরিক অভ্যুত্থানে বিশ্বাসী নয়৷ গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে৷ তিনি বলেন, সরকার নির্যাতন নিপীড়ন চালিয়ে বিরোধী দলকে দমন করতে চাইছে৷ রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে ৪ জন নিহত হওয়ার ঘটনায় তিনি সরকারকে দায়ী করেন৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে নির্বাচন হবেনা৷

অন্যদিকে রাজশাহীর শাহেব বাজার এলাকায় বিকেলে বিএনপি-জামায়াতের গণ মিছিল বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়৷ সংঘর্ষের সময় পুলিশ গুলি ছোঁড়ে৷ গুলিতে শরিফুল ইসলাম রেন্টু নামে একজন নিহত হয়েছেন ৷ তিনি জামায়েতের কর্মী বলে স্থানীয় জাময়াত নেতারা দাবি করেছেন৷এই ঘটনায় ডিবি’র ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনসহ ৫০জন আহত হয়েছেন৷

এদিকে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপির আন্দোলন সংগ্রামের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ কিন্তু এই ষড়যন্ত্র সফল হবেনা৷ সমাবেশে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্মাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জিয়াউর রহমানই এদেশে হত্যারা রাজনীতি শুরু করেছিলেন৷

দেশের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতে মার্কিন রাষ্ট্রদূত ডান মজিনা সংলাপের কথা বলেছেন৷ তিনি বলেন, আলাপ আলোচানার মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব৷

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here