যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি প্রকাশ্যে মাঠে নেমেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, হরতাল দিয়ে যুদ্ধাপরাধী এবং দুর্নীতিবাজদের রক্ষা করা যাবে না।
রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ডিসিসি বিভক্তির সাথে বিএনপির ডাকা হরতালের কোনো সম্পর্ক নেই। হরতালের মূল লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা। কিন্তু তা আর সম্ভব নয়। বিচার হবেই হবে। কেউ এই বিচার ঠেকাতে পারবে না।’
আশরাফ বলেন, ‘জনগণ এখন কোনো পক্ষে যাবে সে বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’
জনগণ বিএনপিকে চিরতরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, এদেশের মানুষ চায় শান্তি প্রিয় নেতৃত্ব। দুর্নীতিমুক্ত নেতৃত্ব। সন্ত্রাসমুক্ত নেতৃত্ব। সেটা নারায়ণগঞ্জের নির্বাচনে প্রমাণিত হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের মানুষ কখনই আর তারেক, লাল্টু, বল্টু, চল্টুর নেতৃত্ব দেখতে চায় না।
ডিসিসি ভাগ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণভোট দাবি প্রসঙ্গে তিনি বলেন, একমাত্র মৌলিক বিষয় ছাড়া সংবিধানে গণভোটের কোনো বিধান নেই।
বিরোধী দল বিএনপিকে গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসারও আহ্বান জানান সৈয়দ আশরাফ।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দীন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা