বাল্যবিয়ে না করার শপথ নিলো শিশুরামেহেরপুর :: ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আলো’ এই শ্লোগানে মেহেরপুর ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্স (এনসিটিএফ)’র উদ্যোগে শিশু সমাবেশ ও লার্নিং ক্যাম্পে ব্যল্য বিয়ে না করার ও বন্ধে করতে নিজেদের ভূমিকা রাখার শপথ নিলো শিশুরা।

অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃত্বস্থীয় ২০০ সমাবেশ ও শিশু লানিং ক্যাম্পে অংশ গ্রহণ করেন।

সোমবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী সাধুবার্ণবার চার্চে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, সিনয়র কর্মকর্তা আবু জাফর মোঃ হোসেন, ডেপুটি ম্যানেজার আবু তাহের।

বক্তব্য রাখেন সাংবাদিক মুজাহিদ মুন্না, চাইল্ড পার্লামেন্টের সাবেক স্পিকার হাসান মাহামুদ প্রমুখ।

অনুষ্ঠানে শিশুদের জীবন দক্ষতা নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।- প্রেসবিজ্ঞপ্তি

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here