মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছায় বাইনতলা বাজারস্থ স্লুয়েজ গেট ১২ বছরেরও সংস্কার করা হয়নি। বরং সংস্কারের জন্য খুঁড়ে রাখা রাস্তা জনগণের মরণ ফাঁদ করে রাখা হয়েছে। পানি সরবরাহের পথ বন্ধ থাকায় হাজার হাজার বিঘা জমি জলবদ্ধতায় নিমজ্জিত থাকে।
উপজেলার লস্কর ইউনিয়নে আলমতলা টু গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী বাইনতলা বাজার। বাজারের পাশে প্রধান সড়কের উপর সরকারী স্লুয়েজ গেট। যেখান দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো। স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান, স্লুয়েজ গেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেয়া হয়। একারণে গেটের দু’পাশে পুকুর খনন করে বাঁধ দেয়া হয়। পিচের রাস্তা খুঁড়ে রাখা
হয় ১২ বছরেরও বেশি সময়।
দিন যায়, মাস যায়, বছরও গেছে কয়েকটি। কিন্তু গেট বা সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে বর্ষাকালে যেমন প্রায় হাটু, কাদা-পানি তেমনি শুকনো মৌসুমে প্রচন্ড ধূলা বালিতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। নির্দিষ্ট গেট বন্ধ থাকায় হাজার হাজার বিঘা জমি অতি বৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা।
যা নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত ভড়েঙ্গার গেট ব্যবহার করা হচ্ছে। চিংড়ী ঘের ও ধান ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এব্যাপারে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, গেট সংস্কার হবে হবে বলে আজ পর্যন্ত পড়ে আছে। তবে ২০২৩ সালে টেন্ডার হয়েছে। দেখি কবে শুরু করে। তবে আমি ব্যক্তিগতভাবে ইট খোয়া দিয়ে চলাচল উপযোগী করে দিব।