জন্মদাতা প্রিয় বাবা মা আর পরিবারের অন্যদের দেখার জন্য স্বামীর সাথে মোটর সাইকেলে চড়ে বাবার বাড়ি যাচ্ছিল নার্জিনা। পথিমধ্যে যাত্রীবাহি একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নার্জিনা খাতুন(৪০)। আহত হন স্মামী দুলাল মিয়া । নার্জিনা খাতুন লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের আইনজীবীর সহকারী দুলাল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের পলাশী গ্রামের তপ মিয়ার মেয়ে ২ সনত্মানের জননী নার্জিনা খাতুন ১০ মাস আগে ২য় বিয়ে করেন একই জেলার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের আইনজীবীর সহকারী দুলাল মিয়াকে। শনিবার দুপুরে স্বামীর মোটর সাইকেলে চড়ে বাবার বাড়ি যাচ্ছিল নার্জিনা খাতুন। পুরো পথ মাড়িয়ে বাবার বাড়ির এলাকায় এসে লালমনিরহাট – বুড়িমারী মহাসড়কের আদিতমারীর রামদেব নামক স্থানে সীমান্ত পরিবহনের রংপুর গামী একটি যাত্রীবাহি বাস (রংপুর জ – ৪২) মোটর সাইকেলে ধাক্কা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটন্থলেই মারা যায় নার্জিনা খাতুন। এতে আহত হন স্বামী দুলাল মিয়া। পরে এলাকাবাসী ঘাতক বাসটিকে রথেরপাড় নামক স্থানে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থল থেকে নার্জিনার লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ এএইচএম মাহফুজুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনিরহাট