ডেস্ক রিপোর্ট::  দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন গায়ক-সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন।

সোমবার (২৮ অক্টোবার) সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া। বর্তমানে মা-মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার নিজেই। তিনি জানান, আজ সকালেই দ্বিতীবারের মতো বাবা হওয়ার স্বাদ পেয়েছেন।

এই সংগীতশিল্পীর কথায়, ‘বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।’

এর আগে ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন বাপ্পা মজুমদার ও তানিয়া। দু’জনের ছিল এটি দ্বিতীয় বিয়ে। এই সংসারে ২০১৯ সালের ডিসেম্বরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

প্রসঙ্গত, চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তারা দুজন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় কয়েক মাস আগে নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here