বান্দরবানে শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপনএনামুল হক কাশেমী, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তি উদযাপণ করা হয়।

শুক্রবার সকালে স্থানীয় রাজারমাঠে বেলুন উড়িয়ে চুক্তির বর্ষপূর্তির কর্মসূিচর উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এছাড়াও সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় মানুষদের মাঝে বিনামুল্যে চক্ষু শিবির ও চিকিৎসাসহ বিনা মুল্যে ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী সেনা রিজিয়নের উদ্যোগে স্থানীয় রাজারমাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা সদরের সহস্রাধিক গরীব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র এবং দশটি বিদ্যালয়ের ৫শ ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সেনা রিজিয়নের কমান্ডার বিীগেডিয়ার জেনারেল মহাম্মদ যুবায়ের সালেহীন,সদর জোন কমান্ডার লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন হায়দার,অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ,পুলিশ সুপার সন্জিত কুমার রায়.সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সিভিল সার্জন ডা.উদয় শংকর চাকমা,পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ বক্তব্য রাখেন।

এছাড়াও চুক্তির বর্ষপূর্তিতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা করা বিকালে। পুরাতন রাজবাড়ি মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এক সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে শহরে ্একটি র‌্যালি বের করা হয়।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here