বান্দরবান শহরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ শর্ট গানের কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পূর্ব নির্ধারিত গণমিছিল কর্মসূচি পালন করতে বিএনপি সকাল ৯টায় শহরের পূরবী আবাসিক বোডিংয়ের সামনে জড়ো হতে থাকে।
এতে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড শর্ট গানের গুলি ছুঁড়ে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে শহরজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আওয়ামী লীগের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক কাজী মুজিবের নেতৃত্বে নেতাকর্মীরা এসে পুলিশের সঙ্গে যোগ দেয়।
এতে সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেয়। সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বান্দরবান