বানারীপাড়ায় বুধবার সন্ধ্যা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে গিয়ে ১ স্কুল ছাত্র নিখোঁজ ও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কা জনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুনা ব্রিক ফিল্ড সংলগ্ন সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ঢাকাগামী লঞ্চ যাত্রীদের পূর্বপাড়ের টার্মিনালেপৌছে দেয়ার মাঝ পথে স্বরূপকাঠীগামী একটি ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় ওই নৌকায় থাকা যাত্রী আব্দুর রাজ্জাক খান (১৯), বোন জামাই শামসুল হক হাওলাদার (৪৫), বোন খাদিজা বেগম (৩৫), মা রেনু বেগম (৬৫) জেলেদের সহায়তায় তীরে উঠতে পারলেও রাজ্জাকের ভাগিনা বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র খায়রুল ইসলাম  (১৪) নিখোঁজ রয়েছে। গুরুতর আহত অবস্থায় শামসুল হক, মা রেনু বেগম ও মেয়ে খাদিজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি দেখে মা ও মেয়েকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। এদিকে অন্ধকার থাকায় ঘাতক ট্রলারটির নাম পরিচয় জানা যায়নি। পরে রাত সোয়া ৯টায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। ঘাতক ট্রলারটি আটকের জন্য স্বরুপকাঠী থানা পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত  নিখোঁজ খায়রুলের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধার চেষ্টা চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here