ডেস্ক রিপোর্ট:: বসতঘর হতে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের খাল থেকে দুই মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার নানা বাড়ির একটি বসতঘর থেকে গত বৃহস্পতিবার সকালে দুই মাস বয়সী ওই শিশুটি চুরি হয়। শিশুটির নাম আজান। সে নারায়ণগঞ্জের পাগলা এলাকার মো. শরীফ হোসেন ও শ্রাবণী বেগম দম্পতির ছেলে।
আজান জন্মের কয়েক দিন আগে থেকে শরীফের স্ত্রী শ্রাবণী মিরকাদিমের গোপালনগর এলাকার বাবার বাড়িতে ছিলেন। গত বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সেখান থেকে শিশুটি চুরি হয়। এ ঘটনায় শিশুটির মামা মুক্তার হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খাটে ঘুমন্ত শিশুকে রেখে শৌচাগারে যান শিশুটির মা শ্রাবণী। কিছুক্ষণ পর শ্রাবণী ঘরে এসে দেখেন তার ছেলে আজান ঘরে নেই। এঘটনার ৪ দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদরের হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, বাড়ির পাশের খাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার দুটি চোখ ও পুরুষাঙ্গ কীটপতঙ্গে খেয়ে ফেলেছে। সকালে ওই স্থানে কুকুর দৌড়াদৌড়ি করতে থাকলে এলাকার মানুষ সেখানে গিয়ে নিহত শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।