রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম লাইল্যাঘোনায় মঙ্গলবার ভোরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে সুমন চাকমা (২৬)নামে সংস্কারপন্থী দলের এক সমর্থক নিহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানা যায়, সোমবার দিবাগত রাতে ৭/৮ জনের একদল উপজাতিয় সন্ত্রাসী নিহত সুমন চাকমার বসতঘরে রাত ৪টার দিকে অর্তকিত হামলা দিয়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই সুমন চাকমার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা চলে যায়। নিহত সুমন চাকমা জেএসএস সংস্কার (এমএন লারমা) গ্রুপের সদস্য।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নঈমউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।
নিহতের স্বজনরা এব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি