মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি :: নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাট জেলা কারাগারে আইসোলেশন ওয়ার্ডসহ নানা প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কারা বাউন্ডারিতে কেউ ঢুকলেই মূলগেট থেকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত-মুখ ধুয়ে ভেতরে নেয়া হচ্ছে। নানারকম নিয়ম কানুন মেনে কারা অভ্যন্তরে নেওয়া হচ্ছে নতুন আগত বন্দিদের। কারাগারে থাকা বন্দিদের সাথে স্বজনদের দেখা-সাক্ষাতের বিষয়ও সীমিত করেছে কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে কোন লোক প্রবেশ করতে আসলে মূলগেট থেকে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত-মুখ ধুয়ে ভেতরে নেয়া হচ্ছে। নতুন বন্দি আসলে বাইরের পোশাক খুলে নতুন পোশাক এবং মাস্ক দেয়া হচ্ছে। নতুন বন্দিদের কারা অভ্যন্তরে করা আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হচ্ছে। সেখানে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে অন্য বন্দিদের সাথে থাকার সুযোগ পাবেন।

এছাড়া কারাগারে থাকা কোন কয়েদী বা হাজতীর সর্দি-কাশি, জ্বর মাথা ব্যথাসহ কোনও উপসর্গ দেখা দিলে তাদের আলাদা থাকার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া বন্দিদের ওয়ার্ডের বাইরে যেতে দেয়া হচ্ছে না। ওয়ার্ডে ওয়ার্ডে জীবানুনাশক ছিটানো হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতার জন্য প্রতি ওয়ার্ডের দরজায় রাখা হয়েছে সাবান ও পানি।

বাগেরহাট জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারে বর্তমানে ৬‘শ ৯৭ জন বন্দি রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমরা সর্বাত্মোক প্রস’তি নিয়েছি। কোন হাজতী বা কয়েদী জেলে আসলে তাকে ১৪ দিন আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে।

এছাড়া এই পরিস্থিতি চলমান থাকলে হাজতীদের সাথে ১৪ দিন এবং কয়েদীদের সাথে একমাস পরপর তাদের স্বজনরা দেখা করতে পারবেন। কারাবন্দিদের সাথে শুধু তাদের নিকট আত্মীয়রা দেখা করতে পারবেন। তবে এক সাথে দুই-তিনজনের বেশি লোক বন্দিদের সাথে দেখা করতে পারবেন না।

তিনি বলেন, বর্তমানে কারাগার থেকে বন্দিদের আদালতে পাঠানো হচ্ছে না। ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম পালন করা হবে। বন্দি আসামিদের করোনা ভাইরাস থেকে রক্ষা করতে কারা কর্তৃপক্ষ সচেতন দৃষ্টি রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here