মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, টমটম, ভটবটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানসহ মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের কারনে বাস মালিকরা যাত্রী পাচ্ছেনা। যার কারনে বাস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবৈধ এই যান চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘঠনাও ঘটছে। এসব বাহনের চালকদের কোন প্রশিক্ষণ নেই। সড়কে তারা তাদের ইচ্ছেমত গাড়ি চালায়। যার ফলে সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। অবৈধভাবে এসব যানবাহন সচারচর মহাসড়কে চলাচল করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা অবৈধ যানবাহন বন্ধ করতে আজ রাস্তায় নেমেছি। দক্ষিণের জেলার মহাসড়কগুলোতে চলাচল করা এসব অবৈধ যানবাহন প্রশাসন বন্ধ না করলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেব। তবে বিভিন্ন সময় বাগেরহাটের মহাসড়কগুলোতে নছিমন-করিমন বন্ধে অভিযান পারিচালনা করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here