বাগেরহাট প্রতিনিধি ::

জেলায় আজ দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত সংগ্রহ ও বিনামূল্যে রক্তদান করা হয়েছে। আজ বুধবার দিনব্যাপি বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভ ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে এই রক্তদান ও সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তদাতা সংগঠন ‘আলোর পথ’-এর সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক জানান, বাগেরহাটের ৪১টি রক্তদাতা সংগঠনের দুই শতাধিক রক্তদাতা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন। বাগেরহাট ২৫০-শয্যা জেলা হাসপাতালের একটি দল এ কাজে সহযোগিতা করেছে। বুধবার দুইশতাধিক থ্যালাসেমিয়া রোগীকে রক্তদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ থ্যালাসেমিয়া। এই রোগে আক্রান্তরা সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন।

সুস্থ্য থাকতে থ্যালাসেমিয়া  রোগীদের দুইসপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে রক্ত দেয়া লাগে। রোগী ও রোগীর স্বজনদের রক্ত সংগ্রহের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

পরে, রক্ত নিতে আসা থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here