ইরাকের রাজধানী বাগদাদে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৮জন লোক নিহত এবং ৬০জন আহত হয়েছে৻

শহরটির শিয়া-অধ্যুষিত জাফারানিয়া জেলায় লোকজন যখন দাফন করার জন্য একটি মৃতদেহ নিয়ে যাচ্ছিল তখন হামলাটি ঘটে৻ খবর : বিবিসি

মৃতদেহটি ছিল একজন ব্যবসায়ীর৻ তাকে বৃহস্পতিবার তার অফিসে গুলি করে মেরে ফেলা হয়৻

সংবাদদাতারা বলছেন শোকসন্তপ্ত লোকজনকে উদ্দেশ্য করে, না কী কাছাকাছি একটি থানাকে লক্ষ্য করে এই হামলা করা হয় তা এখনও স্পষ্ট না৻

নিরাপত্তা বাহিনী ঐ এলাকা ঘেরাও করে রেখেছে আর হেলিকপ্টারও উড়তে দেখা গেছে৻

কাছাকাছি একটি হাসপাতালে আহত লোকজনকে এবং মৃতদেহগুলো নিয়ে যাওয়া হয়৻ হাসপাতালের এক নার্স বলেছেন শুধু বিচ্ছিন্ন হাত-পাও আনা হয়েছে৻

ভিড় জমিয়েছে

হাসপাতাল সূত্রগুলো বলছে তাদের আত্মীয়স্বজনের খোঁজে অনেক লোক হাসপাতালের বাইরে এবং ভেতরে ভিড় জমিয়েছে৻

ঐ এলাকাটিতে এক সময় শিয়া এবং সুন্নিরা বাস করত৻ কিন্তু এখন বেশির ভাগ সুন্নি এলাকাটি ছেড়ে চলে গেছে৻

বিবিসির আরব বিষয়ক সংবাদদাতা সেবাসটিয়ান আশার বলছেন সাম্প্রতিক কয়েক সপ্তাহে শিয়া লক্ষ্যের ওপর যে ধরনের হামলা হচ্ছে এটাও সে ধরনের হামলা৻

তিনি বলছেন এসব হামলার ফলে সাম্প্রদায়িক সংঘাত আবার শুরু হবার আশঙ্কা দেখা দিয়েছে৻

ইরাক থেকে মার্কিন সৈন্যরা চলে যাবার পর থেকে হামলা বাড়ছে৻ বৃহস্পতিবারেই নিহত হয়েছে ১৬জন লোক৻

সেবাসটিয়ান আশার বলছেন শিয় এবং সুন্নি রাজনৈতিক নেতাদের মধ্যে বিরোধের ফলেও উত্তেজনা বাড়ছে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here