বাগদাদের শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত এলাকায় গাড়ি বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ জন।
পুলিশ জানিয়েছে, পৃথক চারটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণটি ঘটে উত্তরপূর্বাঞ্চলীয় সদর শহরে। সেখানে কাজের সন্ধানে জড়ো হওয়া দিন মজুরদের পাশে। এতে আটজন নিহত ও ২৪ জন আহত হয়। সদর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন এক দিনমজুর আহমদ আলি বলেছেন, কাজের জন্য সবাই অপেক্ষা করছিলাম। হঠাৎ করে ঝড়ের মতো ঘটনা ঘটল। মনে হলো মাটিতে ছুঁড়ে ফেলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক