অমিত মালাকার, বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির ২০১২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে আওয়ামীপনি’ শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ তাদের নিজ নিজ প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

জানা যায়, ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ সভাপতি পদে অধ্যাপক ড. আবদুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. শামছুদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। ওই দুটি পদে সোনালী দল থেকে প্রতিদ্বন্দিতা করছেন যথাক্রমে প্রফেসর ড. ইসমাইল হোসেন এবং প্রফেসর ড. মুজাফফর হোসেন।

এছাড়া ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আহসান বিন হাবিব, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ, যুগ্মসম্পাদক পদে ড. মো. মনিরুজ্জামান এবং সদস্য পদে অধ্যাপক ড. আবুল কাসেম, অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার, অধ্যাপক ড. সুভাষ চক্রবর্তী, অধ্যাপক ড. মঞ্জরুল আলম, অধ্যাপক ড. ইয়াহিয়া খন্দকার ও অধ্যাপক ড. আমিরুল ইসলাম নির্বাচনে অংশগ্রহন করবেন। অপরদিকে ‘সোনালী দল’ থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোরশেদ আলম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. রমিজা বেগম, যুগ্ম সম্পাদক পদে ড. আবদুল আলীম এবং সদস্য পদে অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া, অধ্যাপক ড. মকবুল হোসেন, অধ্যাপক ড. শহীদুল হক, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. হাম্মাদুর রহমান এবং ড. রসিদুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করবেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন- বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোট গ্রহন চলবে। এবারে শিক্ষক সমিতির নির্বাচনে  মোট ভোটার সংখ্যা ৫০৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here