বুধবার থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হচ্ছে  তিনদিন ব্যাপী তৃতীয় আনত্মজার্তিক বীজ সম্মেলন ও জাতীয় বীজ মেলা । এবারের মেলার মূল প্রতিপাদ্য বিষয় ”পরিবর্তনশীল জলবায়ুতে খাদ্য নিরাপত্তায় গুনগত বীজ” । সীড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এবং কৃষি মন্ত্রনালয়ের সীড উইং এর যৌথ  উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, সম্মেলন ও মেলা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ফল বিজ্ঞানী প্রফেসর ড. এম. এ. রহিমের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রফিকুল হকের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (এমপি) এবং বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান (এমপি), কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কৃষিবিদ শওকত মোমেন শাজাহান (এমপি), পরিকল্পনা কমিশনের (কৃষি) সদস্য প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, জার্মানির রাইন ওয়াল ইউনির্ভাসিটির লাইভ সায়েন্স অনুষদের ভাইস ডীন প্রফেসর ড. নিকোলি ওয়ারজ এবং বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. এফ আর মালিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কৃমিন্ত্রণালয়ের সীড বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক।

এদিকে এবারই প্রথম ঢাকার বাইরে এই আন্তর্জাতিক বীজ সম্মেলন ও মেলার আয়োজন হচ্ছে। সুস্থ বীজ চেনা এবং বীজের গুনাগুণ সর্ম্পকে কৃষকরা যাতে ধারণা পেতে পারে এ জন্য মেলায় সর্বোচ্চ সংখ্যক কৃষকের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানান আয়োজক কমিটির সচিব প্রফেসর ড. মো. সোলায়মান আলী ফকির ।

আন্তর্জাতিক বীজ সম্মেলন ও জাতীয় বীজ মেলার কার্যক্রম সম্পর্কে মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন জানান, এবারের আন্তজার্তিক বীজ সম্মেলনে মোট ১০৪ টি বৈজ্ঞানিক প্রবন্ধের মধ্যে ৩২ টি প্রবন্ধ ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদিআরবসহ বিদেশী বিজ্ঞানীদের দ্বারা উপস্থাপিত হবে। এছাড়া মেলায় সরকারী-বেসরকারী মিলে ৭০টি বীজ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/অমিত মালাকার/বাকৃবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here