বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার বিকাল ৫ টার দিকে প্রকাশিত হয়েছে।

জানা যায়, অনার্স ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ১০০০টি আসনের মধ্যে মোট ৯৪৬ জনকে সাধারণ মেধাতালিকা এবং ৫৪ জনকে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় উত্তীর্ণ দেখানো হয়েছে। এছাড়া আসন সংখ্যার সমান সংখ্যক শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগমী ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে (http://admission.bau.edu.bd) অনুষদ পছন্দের অপশন ফরম পূরণ করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে অপশন ফরম পূরণ না করলে আগামী ১৪ ডিসেম্বর পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে এসে রিপোর্ট ও ভর্তি ফরম পূরণ করতে পরবে। মেধাতালিকা থেকে ১৫ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর আসন শূন্য থাকা সাপেক্ষে ১৮ ডিসেম্বর অপেক্ষমান প্রার্থীদের অনলাইনে অপশন ফরম পূরণ করার সুযোগ প্রদান এবং ২১ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলাফল মোবাইল ফোনে পরীক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার ফলাফলসহ অন্যান্য সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bau.edu.bd) পাওয়া যাবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/অমিত মালাকার/বাকৃবি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here