শনিবার রেললাইন পাড় হবার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আবাসিক এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যুর শিকার হলেন এক কলেজ শিক্ষার্থীর ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ১১ টার দিকে বাকৃবি’র বিনা আবাসিক কলোনি সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে সাইকেল নিয়ে পাড় হবার সময়  ঢাকা থেকে আগত ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়য়ের পাশ্ববর্তী দড়ি ভাবখালী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে তারিকুল ইসলাম লিটন (২০) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত লিটন ময়মনসিংহ শহরের সৈয়দ নজরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং একই সাথে সে বাকৃবি’র কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. আলী নেওয়াজের তত্ত্বাবধানে একটি গবেষণা প্রকল্পে স্বল্পকালীন কর্মচারী হিসেবে কাজ করত বলে জানা যায়।

পরে ঘটনাস্থলে বাকৃবির নিরাপত্তা শাখা এবং ময়মনসিংহ রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত হন এবং যথাযথ প্রক্রিয়ায় নিহতের লাশ পরিবারের হস্তান্তর করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/অমিত মালাকার/বাকৃবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here