বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছিনতাই করার সময় হাতেনাতে বহিরাগত এক ছিনতাইকারী আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ। ছিনতাই করার অভিযোগে বহিরাগত ৩ জনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, বুধবার সন্ধ্যা ছয় টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ধূমকেতু ক্লাব মাঠের সম্মুখ রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। এসময় আচমকা মোটরসাইকেলযোগে ৩ ছিনতাইকারী তাদের সম্মুখে এসে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাইকারীরা শিক্ষার্থীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার পরও তাদেরকে মারধর শুরু করে। এসময় শিক্ষার্থীদের চিৎকারে পাশের কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা এসে ছিনতাইকারীদের ঘিরে ফেলে। পরে নিরাপত্তা কর্মীরা ও ছিনতাইকারীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তিও হয়। এসময় নিরাপত্তা কর্মীরা অন্তর আহম্মেদ নামের এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হলেও বাকি ২ জন মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এতে নিরাপত্তা শাখার মাযহারুল ও জামাল কিছুটা আহত হন। পরে আটককৃত ছিনতাইকারী অন্তর আহম্মেদকে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। এদিকে ওইদিন রাতেই ছিনতাই এ জড়িত থকার অভিযোগে বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্র্তা (ভারপ্রাপ্ত) মো. নজমুল ইসলাম বাদী হয়ে অন্তর, টিটু ও জিশান নামের বহিরাগত ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্র্তা (ভারপ্রাপ্ত) মো. নজমুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নিরাপত্তা বিধানের লক্ষ্যে ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলাসহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ইউনাইটেড নিউজজ ২৪ ডট কম/অমিত মালাকার/বাকৃবি