51092রানাঘাট, (নদীয়া)– রানাঘাটে মিশনারি স্কুলে সিস্টারকে গণধর্ষণের ঘটনার তদম্তে আজ, শনিবার শহরে আসছে সি বি আই৷‌ স্পেশাল ক্রাইম ইউনিটের একজন পুলিস সুপার পদপর্যাদার অফিসার ও আরও তিনজন আসছেন বলে রাতে জানা গেছে৷‌ তাঁরা সি আই ডি কর্তাদের সঙ্গে কথা বলবেন৷‌ সব ঠিক থাকলে তাঁরা আজ রানাঘাট যেতেও পারেন৷‌ শুক্রবারই ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং থেকে সি বি আই-কে তদম্তের দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷‌ নোটিফিকেশনও হয়ে গেছে৷‌ জানা গেছে, রানাঘাট-কাণ্ডের মামলাটিকেই গ্রহণ করছে সি বি আই৷‌ প্রয়োজনে আলাদা এফ আই আর-ও করতে পারে৷‌ শনিবার তারা তদম্তের নানা দিক নিয়ে কথা বলবে সি আই ডি কর্তাদের সঙ্গে৷‌ কেস ডায়েরিও নেবে৷‌ সি বি আইয়ের কলকাতা অফিসকেও বিষয়টি জানানো হয়েছে৷‌ এদিকে বৃহস্পতিবার রাত ২.২০ মিনিটে নির্যাতিতা সন্ন্যাসিনীকে রানাঘাট আনুলিয়া হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷‌ হাসপাতাল থেকে সোজা দমদম এয়ারপোর্টে চলে যান তিনি৷‌ গভীর রাতে হাসপাতাল থেকে অন্য রাজ্যে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে৷‌ এভাবে উনি চলে গেলেন কেন? বিশেষত, সি বি আই যখন তদম্তের জন্য রানাঘাটে আসছে৷‌ হাসপাতালের সুপার ডাঃ অতীন্দ্রনাথ মণ্ডল এদিন জানান, রাত ২টো নাগাদ স্কুল কর্তৃপক্ষ সন্ন্যাসিনীকে ছেড়ে দেওয়ার কথা বলেন৷‌ সঙ্গে জেলার পদস্হ পুলিস কর্তারাও ছিলেন৷‌ ফলে, কাগজপত্র তৈরি করে রাত ২.২০ মিনিটে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷‌ দমদম এয়ারপোর্ট পর্যম্ত রাস্তায় যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য হাসপাতালের একজন ডাক্তারকে সঙ্গে দেওয়া হয়৷‌ কলকাতায় এক অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এদিনও বলেন, ধর্ষণ বা যে কোনও অপরাধ নিন্দনীয়৷‌ মানুষ শাম্তিতে থাকতে চান৷‌ শাম্তির বাতাবরণ তৈরি করতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে৷‌ অন্যদিকে ৭ দিনেও দুষ্কৃতীরা কেউ ধরা না-পড়ায় শুক্রবারও রানাঘাটে প্রতিবাদ, মিছিল-নাটক হয়৷‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিছিলে অংশ নেয়৷‌ মিছিলে অনেক অভিভাবক ছিলেন৷‌ স্কুলের সামনে থেকে মিছিল হয়৷‌ রানাঘাট শহর পরিক্রমা করে স্কুলের সামনেই শেষ হয়৷‌ কলকাতা থেকে আসা ‘পথ’ গ্রুপের পক্ষ থেকে স্কুলের সামনে পথনাটিকা করা হয়৷‌ বিষয়বস্তু ধর্ষণ বিরোধী৷‌ নাটক গ্রুপের পক্ষে গৌতম চট্টোপাধ্যায় জানান, রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে৷‌ আমরা এই নাটকটি করি৷‌ এতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতন করা আমাদের লক্ষ্য থাকে৷‌ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটকে বিক্ষোভ দেখানোর জন্য রানাঘাট থানা যে মামলা করেছে তাতে রাজনৈতিক দল, সমাজবিরোধী সবার নাম দিয়েছে৷‌ এই কথা প্রচার হতে শুক্রবার সকাল থেকে নতুন করে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় পুলিসের ভূমিকা নিয়ে৷‌ পরীক্ষা দিয়ে বের হয়ে স্কুলের ছাত্রছাত্রীরা বলে, পুলিস অপরাধীদের ধরতে ব্যর্থ৷‌ অন্য দিকে যারা মিছিল, মিটিং করছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে৷‌ আমাদের দাবি দোষীদের গ্রেপ্তার করতে হবে৷‌ স্কুলের ঘটনায় পুলিসের ওপর প্রায় সমস্ত রানাঘাটবাসী এখনও ক্ষুব্ধ৷‌

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here