বাংলা একাডেমী পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১১ লাভ করেছেন বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যাপক ড. খোন্দকার সিরাজুল হক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা এবং পুরস্কার তহবিলের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছেন মরহুম সাহিত্যিক সা’দত আলি আখন্দের কন্যা মিসেস তাহমিনা হোসেন।
ড. খোন্দকার সিরাজুল হকের জন্ম ১৯৪১ সালের পহেলা মার্চ রাজশাহীতে। তিনি রাজশাহী কলেজ থেকে বাংলায় ্লাতক (সম্মান) ও ্লাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ড. হক গবেষণাকাজে ব্যাপৃত রয়েছেন দীর্ঘদিন ধরে। বিশ শতকের বাঙালি মুসলমানকে প্রাগ্রসর করার ক্ষেত্রে মুসলিম সাহিত্য-সমাজ এবং ‘শিখা’ পত্রিকার অবদান বিশ্লেষণ ও সমাজের সামগ্রিক কল্যাণই তাঁর গবেষণার মূল বিষয়।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন’ হলো- মুসলিম সাহিত্যসমাজ : সমাজচিন-া ও সাহিত্যকর্ম (প্রবন্ধ-গবেষণা); মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, কাজী আবদুল ওদুদ, ডাক্তার লুৎফর রহমান (জীবনী) এবং সম্পাদিত গ্রন’- দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, কাজী আবদুল ওদুদ রচনাবলী।
আ হ ম ফয়সল, ঢাকা