ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে একটি মুক্তিযোদ্ধা কর্ণার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা। স্থানীয় সময় শনিবার (২০ মে) জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর পার্টি হলে অনুষ্ঠিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়ার শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি জানান প্রবাসী মুক্তিযোদ্ধারা। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার্যান্স ১৯৭১ উক্ত শোকসভার য়ায়োজন করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
প্রবাসী মুক্তিযোদ্ধাদের উক্ত দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, মুক্তিযোদ্ধাদের সন্মানে যা করার দরকার আমি তা করতে প্রস্তুত আছি। সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মকবুল তালকদার। সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার্যান্স এর জেনারেল সেক্রেটারি ফারুক হোসেন। দোয়া পরিচালনা করেন আবুল কাশেম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুর রহমান, ভাইস কনসাল নাজমুল আহসান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সর্ববীর মুক্তিযোদ্ধা গোলাম খান মিরাজ, আব্দুল বাতেন, ইসমাইল খান আনসারী, শরাফ সরকার, খোরশেদ আনোয়ার বাবুল ও ফারুক হোসেন। আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী, কামরুজ্জামান হীরা, কবি হাসান আব্দুল্লাহ, মমতাজ শাহনাজ, বদরুজ্জামান খান, আহসান কিবরিয়া অনু, জয়নাল আবেদীন, শাহাদত হোসেন, আহনাফ আলম, কামাল উদ্দীন, মনির হোসেন মনির, আলী হোসেন কিবরিয়া, নুরুল ইসলাম, স্বীকৃতি বড়ুয়া, সালেয়া ইসলাম ও অ্যাড. রুবাইয়া রহমান প্রমুখ।
শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, বিএনপি জামাত ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধারা দেশে থাকতে পারবে না। আওয়ামী লীগ নেতাকর্মিদের নির্বিচারে হত্যা করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে উল্লেখ করেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা।