বাংলাদেশ সফরে যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, সেগুলো আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়েড অবশ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনস ফ্র্যাঞ্চাইজির।
এদিকে, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না ফাস্ট বোলার রাইলি মেরিডিথকে। তাঁর বদলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ঢুকেছেন তাসমানিয়ার তরুণ ফাস্ট বোলার নাথান এলিস।
ব্যাটসম্যান বেন ম্যাকডারমট গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন বলেও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে বার্বাডোজে একটি ম্যাচে এ চোটে পড়েছিলেন ম্যাকডারমট।