সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক :: আসন্ন বাংলাদেশ সফরের জন্য  দল ঘোষনা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। সফরে তিন ম্যাচেও ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং এক টেস্টের সিরিজ খেলবে  আইরিশরা।  প্রথমবারের মত তিন ফর্মেটের  পূর্ণাঙ্গ এই সিরিজে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিবেন অ্যান্ড্র ব্যালবির্নি।

সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আইরিশরা। এছাড়া ২০১১ সালে মিরপুরে ওয়ানডে বিশ^কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে ২৭ রানে হারে  আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার কোন রেকর্ড নেই আয়ারল্যান্ডের। এবারই প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে আয়ারল্যান্ডের। সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আইরিশরা। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত  হবে যথাক্রমে- ১৮, ২০ ও ২৩ মার্চ।

২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।

বাংলাদেশের পর শ্রীলংকা সফর করবে আয়ারল্যান্ড দল। লংকান সফরে একটি টেস্ট ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। শ্রীলংকা সফরের জন্যও দু’টি ফরম্যাটের আলাদা দল ঘোষনা করেছে আয়ারল্যান্ড। ১৮ এপ্রিল টেস্ট ম্যাচ দিয়ে শ্রীলংকা সফর শুরু হবে আইরিশদের।

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড ওয়ানডে দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, মার্ক অ্যাডায়ার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের সূচি :

১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট
১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম
একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here