দিল্লিতে অনুষ্ঠানরত সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম খেলায় পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। পুরো খেলায় পাকিস্তান অন্তত চারটি ও বাংলাদেশ দুইটি গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি।
তবে বাংলাদেশের সুযোগটি ছিল প্রায় নিশ্চিত। ৪৫ মিনিটের সময় কর্ণার থেকে যাওয়া বল চমৎকার হেড করলেও তা বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে এমিলি শট নিলেও তা রক্ষণভাগের খেলোয়াড়রা শুয়ে পড়ে রক্ষা করে। দ্বিতীয়ার্ধে দুই দলই আরও আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলেনি। তাই ৯০ মিনিট শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।