নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫বছর প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালন করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বিকেলে নীলফামারী সরকারী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে আলোচনা সভায় নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুব উর রহমান ভুইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ।
অনুষ্ঠানে তিন’শ জনের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।