ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
বাংলাদেশে ছাত্র বিক্ষোভ মারাত্মক রূপ নেওয়ার খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও কংগ্রেসওম্যান গ্রেস মেং।। স্থানীয় সময় সোমবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেসকে পাঠানো এক বিবৃতিতে গ্রেস মেং বলেন, নিহতদের পরিবার এবং প্রিয়জনদের সাথে তিনিও শোকাহত।
তিনি সহকর্মীদের সাথে নিয়ে ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছেন। ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধারসহ শান্তিপূর্ণ বিক্ষোভকে সম্মান জানাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবেন তারা।
গ্রেস মেং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তার ষষ্ঠ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নিউ ইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। গ্রেসের জেলাটি সম্পূর্ণরূপে নিউ ইয়র্ক সিটি বরো অব কুইন্সে অবস্থিত। যার মধ্যে রয়েছে পশ্চিম, কেন্দ্রীয় এবং উত্তর-পূর্ব কুইন্স। তাঁর নির্বাচনী এলাকাটি বাংলাদেশি অধুষ্যিত এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here