ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
“কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে আজ বন্দুকের গুলিতে এক রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে মর্মাহত।
“ইউনিসেফ এ ঘটনায় আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে।
“স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো হামলার ঘটনায় ইউনিসেফ তীব্র নিন্দা জানায়। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই শিশু এবং এই অপরিহার্য সেবার সাথে জড়িত সকল কর্মীদের জন্য একটি নিরাপদ স্থান হতে হবে।”
বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে ইউনিসেফ কাজ করে যাচ্ছে।