বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে বলেছে, জানুয়ারি মাসে মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশে।

পরিসংখ্যান ব্যুরো বলেছে, চাল, ডাল,ভোজ্যতেল, মাছ, ডিম, ফল এবং প্যাকেটজাত দুধের দাম বেড়ে গেছে যে কারণে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে।

খাদ্য ছাড়া অন্যখাতে মূল্যস্ফীতির কারণ হিসেবে জ্বালানি, বাড়ি ভাড়া ,পরিবহণ ব্যয়, কাপড়ের দাম এবং গৃহস্থালীর ব্যয় বেড়ে যাওয়ার বিষয়কে চিহ্নিত করা হয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী গতমাসে মূল্যস্ফীতি এক শতাংশ হারে বেড়ে দাড়িয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশে।

কয়েকদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, দেশে অর্থনীতির কোন সংকট নেই। একইসাথে তিনি বলেছিলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটাকে তিনি বড় চ্যালেঞ্জ মনে করছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here