বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, ভারতের অঙ্গরাজ্যের যে সম্মান আছে, বাংলাদেশের অবস্থান তার চেয়েও নিচে নেমে গেছে।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘একদলীয় বাকশাল বনাম বহুদলীয় গণতন্ত্র এবং শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হান্নান শাহ দাবি করেন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লি থেকে দাবি আদায় করে আনতে পারলেও স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দাবিই আদায় করতে পারেননি।

তিনি বলেন, এই দেশ কোনো ব্যক্তির নয়,আমাদের সকলের। কিন্তু বর্তমান সরকার দেশ ও জনগণ নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করা নিয়েই ব্যস্ত।

হান্নান শাহ বর্তমান সরকারকে ‘গণবিরোধী ও ব্যর্থ’ বলে দাবি করে সরকার পতনের লক্ষ্যে আগামী ২৯ জানুয়ারির গণমিছিলে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে দেশের গণমানুষের অধিকার হরণ করেছিলেন। আর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র কায়েম করে সে অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

এদিকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার দাবি করেছেন, ‘দেশের মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আর প্রধানমন্ত্রী বলছেন, জনগণ চারবেলা খাবার খাচ্ছে। এর চেয়ে বড় মিথ্যাচার আর হতে পারে না।’

স্বাধীনতা ফোরামের উদ্যোগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবে ‘এক দলীয় শাসনব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সীমান্ত হত্যা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে আনোয়ার বলেন, সীমান্তে মানুষ হত্যা আর নির্যাতন হয়। এ নিয়ে ভারতের মিডিয়া সরব হলেও আমাদের মন্ত্রীরা কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রাখছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে গোলটেবিলে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here