বাংলাদেশে একটি নুতন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রেসিডেন্টের কাছে দশ জনের একটি তালিকা পেশ করেছে অনুসন্ধান কমিটি৻

বঙ্গভবনে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কাছে তালিকাটি পেশ করার পর অনুসন্ধান কমিটির তরফ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই তালিকায় বিদায়ী কমিশনারদের কারও নাম নেই৻

দশ জনের এই তালিকায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করা হয়েছে দুজনের নাম৻ এরা হচ্ছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক স্বরাষ্ট্র সচিব কাজী রকীব৻ নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করা হয়েছে আট জনের নাম৻

উল্লেখ্য প্রেসিডেন্ট জিল্লুর রহমান এই অনুসন্ধান কমিটি গঠন করেন পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে কাদের নিয়োগ করা যায় সে ব্যাপারে নাম সুপারিশ করার জন্য৻

বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এবং অপর এক সদস্য ছহুল হোসেন এ সপ্তাহেই তাদের মেয়াদ শেষ করেছেন৻ কমিশনের অপর সদস্য সাখাওয়াত হোসেনের মেয়াদও এমাসেই শেষ হচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here