কলকাতার এএমআরআই (আমরি) হাসপাতালে চিকিৎসাধীন এক বাংলাদেশি রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই রোগীর নাম গৌরাঙ্গ মণ্ডল।
হাসপাতালের একটি সূত্র থেকে জানা গেছে, গৌরাঙ্গ মণ্ডল নামে এক বাংলাদেশি রোগী এদিন হাসপাতালে ভর্তি ছিলেন।তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এএমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শ্বাসরুদ্ধ হয়ে রোগীদের মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা পুলিশের কাছে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজ্য সরকার এফআরআই দায়ের করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই এফআইআর করার আদেশ দেন। শুক্রবার সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে পৌঁছেন। তিনি সেখানে উদ্ধার কাজ তদারকি করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিটি লাশের ময়না তদন্ত করব এবং এর জন্য লাশগুলো পিজি হাসপাতালে পাঠানো হচ্ছে। পিজি হাসপাতালে বিশেষ আপদকালীন পরিসেবা চালু করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন নিউজ