ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গণমাধ্যমে দেয়া মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘুদের সুযোগ প্রদানের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেছেন।

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স (এডব্লিউই) কর্মসূচির আওতায় ৯০ জন নারী উদ্যোক্তার এ বছরের কর্মসূচিশেষে সমাপনী অনুষ্ঠানে বোল্ডিন এ মন্তব্য করেন। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এর সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাস যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের বাড্ডা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফ্রিপোর্ট-ম্যাকমোরান ফাউন্ডেশন এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির থান্ডারবার্ড স্কুল অফ গ্লোবাল ম্যানেজমেন্টের সহযোগিতায় এই কর্মসূচিতে সফট-স্কিল প্রশিক্ষণ এবং অনলাইন লার্নিং রিসোর্স প্রদানের জন্য ড্রিম বিল্ডার প্ল্যাটফর্মটি ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশে শিল্প বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত তিন মাসের এই বাংলা কোর্সে সাসটেইনেবিলিটি, পিয়ার-টু-পিয়ার লার্নিং এবং নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই ইভেন্টে একটি মিনি-ফেয়ার এবং প্রদর্শনীর আয়োজন করা হয়, এতে অংশগ্রহণকারীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে কর্মসূচিতে তারা যে উদ্যোক্তার দক্ষতা অর্জন করেছেন, তা প্রদর্শন করা হয়। প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসে অনেক অংশগ্রহণকারী উদ্যোক্তা হওয়ার এ যাত্রায় তাদের যোগ্যতা এবং দৃঢ়তার দৃষ্টান্ত রেখেছেন।

সফল নারীদের অভিনন্দন জানিয়ে মেগান বোল্ডিন বলেন, ‘আপনারা ভবিষ্যৎ প্রজন্মের নারী উদ্যোক্তাদের জন্য পথ খুলে দিয়েছেন এবং প্রমাণ করছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

অনুষ্ঠানে সর্বশেষ দলের ছয়জন শীর্ষ বিজনেস পিচ বিজয়ীকে তাদের অসামান্য ব্যবসায়িক প্রস্তাবের জন্য পুরস্কৃত করা হয়। বোল্ডিন এডব্লিউই দলের ১৪০ জন অংশগ্রহণকারীদের মধ্যে একটি ব্যবসায়িক পিচ প্রতিযোগিতার তহবিলের জন্য অতিরিক্ত ৩০ হাজার ডলার অনুদানের ঘোষণা দেন।

এই তহবিলটি সকল উদ্যোক্তা নারীদের উদ্যোগকে সমর্থন করার জন্য একাধিক ৫ হাজার ডলার পুরষ্কারের প্রতিযোগিতা করার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বৈশ্বিক উদ্যোগ এডব্লিউই কর্মসূচি নারীদের প্রয়োজনীয় ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা প্রদান করে।

এডব্লিউই উদ্যোগটি লিঙ্গ সমতা সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় কৌশলের সঙ্গে সামঞ্জস্যের মাধ্যমে নারীদের পূর্ণ অর্থনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করে এবং এমন একটি ভবিষ্যতকে সমর্থন করে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের নারীরা তাদের সম্প্রদায় এবং শিল্পের সমৃদ্ধিকে শক্তিশালী করে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অর্থবহভাবে অবদান রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here