এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নির্যাতনের ভিডিওচিত্র প্রকাশের পর আট জওয়ানকে সাময়িক বহিষ্কার করেছে বিএসএফ। গতকাল এনডিটিভি প্রচারিত খবরে বলা হয়েছে, ঘুষ দিতে রাজি না হওয়ায় ওই বাংলাদেশিকে নির্দয়ভাবে পেটায় বিএসএফ সদস্যরা। তার জননাঙ্গে পেট্রোলও ঢেলে দেয়। এ ঘটনার পর বিএসএফ’র জনসংযোগ কর্মকর্তা টি আচার্য পিটিআইকে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তিন-চার জন ইউনিফর্ম পরিহিত ব্যক্তির সহিংস ও বেআইনি নির্যাতন চালানোর ভিডিওটি বিএসএফ সদরদপ্তরের নজরে এসেছে। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিএসএফ আইনে ব্যবস্থা নিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
বহিষ্কৃতরা হলেন- কনস্টেবল বিরেন্দর তিওয়ারি, ভিএস ভিক্টর, ধনঞ্জয় কুমার, আনন্দ সিং, অমর জ্যোতি, সঞ্জীব কুমার, সুরেশ চাঁদ ও সুনীল কুমার। বহিষ্কৃতরা বিএসএফ’র ১০৫ ব্যাটালিয়নের সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here