নিজস্ব প্রতিবেদক:: চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোছা. শান্তা খাতুন। বয়স এগারো বছর। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছেন। অসুস্থ শান্তা বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন রয়েছেন। শান্তার হার্টে ছিদ্র, এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ছিদ্রের কারণে দুর্বল ও অজ্ঞান হয়ে পড়ে যায়। তাই দ্রুত হার্টের অপারেশন করতে হবে। অপারেশন করার মতো প্রয়োজনীয় অর্থ শান্তার বাবার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। প্রতি সপ্তাহে নানাবিধ টেস্ট এবং ওষুধে প্রতিদিন অনেক টাকা খরচ হচ্ছে।
ছোট্ট শান্তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রামে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। শান্তাকে বাঁচাতে দ্রুত অপারেশনের প্রয়োজন। তার চিকিৎসা বাবদ আনুমানিক ৩ লাখ টাকা খরচ হবে।
বাবা শান্তির পক্ষে সংসার চালানো যেখানে কষ্টসাধ্য; সেখানে শান্তার চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।
শান্তা এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। বাঁচার আশায় সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন অরিদ্র। আপনার আর্থিক সাহায্য পেলে শান্তা ফিরে পেতে পারেন নতুন জীবন।
শান্তাকে সাহায্য পাঠানোর ঠিকানা:
যোগাযোগ: পিতা মো: শান্তি
বিকাশ: ০১৭৮৭২৯৯৪০৬
হিসাবের নাম : মো. শান্তি
ব্যাংক হিসাব নং: ৩১২৯০১০০১৭০২৯ (রূপালী ব্যাংক পিএলসি, সাফদার পুর শাখা, ঝিনাইদহ)